হায়রে মানব
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৯-২০২২ ইং
কেউবা দেখো খাবার সন্ধানে কাজের পিছে ছুটছে,
কেউবা আবার বেশি খেয়ে হজমের ঘাম ঝরছে।
গভীর রাতে বাজেরো গাড়ি নিষিদ্ধ ঐ পল্লীতে,
বন্দী ঘরে স্ত্রী দীর্ঘশ্বাস রেখেছো তুমি গণ্ডীতে,
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।
ভাঙ্গা ঘরে কেউবা দেখে স্বপ্ন অবিরত,
পায়না রে সুখ তার জীবনে প্রতি নিয়ত,
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।
কেউবা ভাবে ডিভোর্স পেপারে করলে সাইন মুক্তি,
কেউবা খোঁজে সম্পর্ককে টিকিয়ে রাখার যুক্তি।
কেউবা দেখো সন্তান ফেলে রাস্তার মোড়ে ডাস্টবিনে,
কেউবা আবার রত্ন ভেবে সন্তানকে নেয় কিনে।
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।
কোটি টাকার ডাইনিং টেবিলে খেতে পারো কি ভাত,
কারো আবার পান্তা মরিছে কাটাতে হয় যে রাত।
ওষুধ খেয়ে দামী খাটে আসছে না তো ঘুম,
ওভার ব্রিজে রাস্তার মোড়ে ফেলেছে ঘুমের ধুম।
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।
পড়ার টেবিলে বইয়ের সমাহার পড়তে ইচ্ছে করছে না,
পুরাতন বই পড়বে সে টাকার অভাবে মিলছে না ।
বিলাসবহুল বাড়িতে থেকে সন্তান মানুষ হলো না,
খালি পায়ে মানুষ হয়েছে খারাপ পথে যাবে না।
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।
নানান রঙের মানুষ আমরা নানান স্বপ্নে ঘুড়ি,
শেষ ঠিকানা মাটির ঘরে কেমনে স্বপ্নে উড়ি,
হায়রে মানব বুঝলি নারে খুজলি শুধু সুখ,
বুঝবি যেদিন শেষ বিকালে লাভ হবে না করে দুখ।