ঈদ মোবারক
মোঃ বুলবুল হোসেন
ঈদ এসেছে ঈদ এসেছে নিয়ে প্রভুর বানী,
আদরের ধন দিতে হবে তোমার তরে কুরবানী।
স্বপ্নে দেখে প্রাণের নবী( আ:) উঠে নিশিভোরে,
শত উট কোরবানি দিলেন পুলকিত অন্তরে।
কবুল হয়নি কুরবানী তার দেখেন আবার স্বপনে,
হাজার হাজার পশু জবাই করেন একিন মনে,
প্রভু বলেন ও ইব্রাহিম তোমার প্রিয় বেশি,
ইসমাইল কে কুরবানী দিবেন আল্লাহকে করবেন খুশি।
দুচোখ বেঁধে নবী আমার হাতে নিলেন ছোরা,
প্রভুর খুশি আমার খুশি সন্তান আত্মহারা।
নবী আমার ছোরি দরলেন নিজের ছেলের গলে,
প্রভুর আদেশ দুম্বা নিয়ে ফেরেশতা এলেন চলে।
প্রভুর খেলা বোঝা বড় দায় করলেন মেহেরবানী,
তখন থেকেই ঈদের উৎসব শুরু হলো কোরবানি।
কোরআন-হাদিসের কথা মেনে কোরবানি শুদ্ধতায়,
ভাগ বিতরণ সঠিক ভাবে করতে হবে ভদ্রতায়।
ধনী-গরিব নাই ভেদাভেদ রাখবো বুকে বুক,
আজকের এই খুশির দিনে জানাই ঈদ মোবারক।