ধূধূ বালুচর
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২২-০৭-২০২১ইং


হৃদয় মাঝে জমে গেছে ধূধূ বালুচর,,
ভালোবাসার ছলে তুমি করে দিলে পর।


কি কারনে  করলি এমন  মন কাঁদে না তর
সানাইয়ের সুরে বাজে  তুলে মনে ঝর,
হৃদয় মাঝে জমে গেছে ধূধূ বালুচর।
হৃদয় মাঝে জমে গেছে ধূধূ বালুচর,,
ভালোবাসার ছলে তুমি করে দিলে পর।


এখন  পিছু ডাকো তুমি করে দিয়ে পড়,
খনিকের সুখ দিয়ে তুলে গেলে ঝড়,
হৃদয় মাঝে জমে গেছে ধূধূ বালুচর।
হৃদয় মাঝে জমে গেছে ধূধূ বালুচর,,
ভালোবাসার ছলে তুমি করে দিলে পর।