দুঃখ আমার জীবন সাথী
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৯-১১-২০২১ ইং
দুঃখ আমার জীবন সাথী
কষ্ট নিয়ে চলা
কেন অচেনা সুখের আশায়
পাগল মন কে বলা।
অনেক কষ্টে করছে মানুষ
দুখিনী বাবা-মা
তাদের মতো ভালোবাসা
জগতে পাবোনা।
হঠাৎ করে পড়ে গেলে
বলতে মানিক রতন
কেঁদে কেঁদে জনম গেলোও
হয় না এমন যতন।
সময় থাকতে সাধন করো
কয় দিন বাঁচবো আর,
তাদের সুখে আমিও সুখী
তাদের সুখে নাই হার।
দুঃখ আমার জীবন সাথী
কষ্ট নিয়ে চলা,
অচেনা এক সুখের আশায়
পাগল মন কে বলা।