চলছে গাড়ি ভবের বাড়ি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০১-২০২৩ ইং


চলছে গাড়ি ভবের বাড়ি দম ফুরাইলেই শেষ,
মাটির মায়া মিছে কায়া কাটছে নাতো রেষ।


আপন মনে ঘুরছে চাকা পথ আঁকাবাকা,
হঠাৎ একদিন থেমে যাবে ঐ গাড়ির চাকা।
চলছে গাড়ি ভবের বাড়ি দম ফুরাইলেই শেষ,
মাটির মায়া মিছে কায়া কাটছে নাতো রেষ।


গাড়ির গতি নেই তো আগের ভয় করছে মনে,
হেলায় ফেলায় দিনের শেষ জানে মহাজনে।
চলছে গাড়ি ভবের বাড়ি দম ফুরাইলেই শেষ,
মাটির মায়া মিছে কায়া কাটছে নাতো রেষ।


আর কতদিন দেশান্তরি চলবে আপন গাড়ি,
সময় থাকতে করো রুজি এই  ভবের বাড়ি।
চলছে গাড়ি ভবের বাড়ি দম ফুরাইলেই শেষ,
মাটির মায়া মিছে কায়া কাটছে নাতো রেষ।