স্বপ্ন করি  চাষ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৩-১২-২০২১ ইং


ভাঙ্গা গড়া এই জীবনে স্বপ্ন করি  চাষ,
স্বপ্ন গুলো মাতাল করে নেশায় বারো মাস।


ফুলের মতো স্বপ্ন গুলো থাকে নানান ধরন।
ঋতুর পরে ঋতু আসে চলছে নতুন বরণ।
ভাঙ্গা গড়া এই জীবনে স্বপ্ন করি  চাষ,
স্বপ্ন গুলো মাতাল করে নেশায় বারো মাস।


রংধনুতে রঙিন আকাশ সাজে মেঘের দল,
আশার বাণী স্বপ্ন আমার হৃদয় গভীর তল।
ভাঙ্গা গড়া এই জীবনে স্বপ্ন করি  চাষ,
স্বপ্ন গুলো মাতাল করে নেশায় বারো মাস।