বসন্ত দেয় দোলা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৪-০২-২০২৩ ইং
কৃষ্ণচূড়া পলাশ ফুলে ঐ আগুন লেগেছে,
সূর্যমামা হেসে বলে আজ ফাগুন এসেছে।
শীতের শেষে ফাগুন এলো সাথে মৃদু সুভাস
ফুলের ঘ্রাণে ব্যস্ত অলি সিক্ত আকাশ বাতাস।
কোকিল ডাকে গাছের ডালে বসন্ত দেয় দোলা,
দেখ না তোরা রঙের বাহার মনের দুয়ার খোলা।
ফাগুন বনে ঝরছে পাতা তার কি মর্ম কথা,
ফাগুন বনের ন্যাড়া মাথা পুরানো সেই গাথা।
শীতের শেষে ফাগুন এলো সাথে মৃদু সুভাস
ফুলের ঘ্রাণে ব্যস্ত অলি সিক্ত আকাশ বাতাস।
কচি পাতায় ঢেউ তুলেছে বৃক্ষ রাশির ফাঁকে,
যৌবনের এই শুভক্ষণে বেহায়া মন ডাকে।
শীতের শেষে ফাগুন এলো সাথে মৃদু সুভাস
ফুলের ঘ্রাণে ব্যস্ত অলি সিক্ত আকাশ বাতাস।