বৃষ্টির জল
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-০৭-২২ ইং


মন  আকাশে মেঘ জমেছে মেঘ বালিকা কই
আমার বাড়ি এসো তুমি আমার প্রাণের সই।
বৃষ্টি হয়ে এসো তুমি হবে সমাধান,
তোমার জন্য পাড়ার লোকের শত আহবান।


চাতক পাখি চেয়ে থাকে কখন পাবে জল,
ডাঙ্গায় বসে স্বপ্ন দেখে হয়ে যাবে তল।
মন  আকাশে মেঘ জমেছে মেঘ বালিকা কই
আমার বাড়ি এসো তুমি আমার প্রাণের সই।


ফসলের মাঠ ফেটে গেছে তোমার দেখা নাই
মেঘ বালিকা তোমার আশায় যদি দেখা পাই।
আসবে তুমি আমার বাড়ি তোমার পথে চাই।
মেঘ বালিকা এসে দেখো সুখের সীমা নাই।
মন  আকাশে মেঘ জমেছে মেঘ বালিকা কই
আমার বাড়ি এসো তুমি আমার প্রাণের সই।


তোমায় পেয়ে করবে খেলা ছেলে মেয়ের দল,
খেলার ছলে বলবে তোমায় একতাই শক্তি বল।
মন  আকাশে মেঘ জমেছে মেঘ বালিকা কই
আমার বাড়ি এসো তুমি আমার প্রাণের সই।