বাধা পথে পথে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-১১-২০২১ ইং
দিবানিশি কেঁদে মরি
পাই না দেখা তার,
স্বপ্ন গুলো ভেঙ্গে গেছে
তোমায় বলবো কি আর।
এতো ভালো বাসলে আমায়
শিখলে কোথায় হতে,
প্রেমের মাঝে কাটা থাকে
বাধা পথে পথে।
আমায় তুমি প্রেম শিখিয়ে
করে গেলে আঁধার।
প্রেম যমুনায় ডুব দিয়েছি
ভেঙেছে নদীর কুল,
সুখের প্রদীপ ভেবে তোমায়
করেছি আমি ভুল।
মরীচিকা কে ফুল ভেবে
দুঃখ পেয়ে অপার।