আঁধার রাতে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৭-০৮-২০২১ ইং


আঁধার রাতে স্বপ্ন জ্বলে মনে মাঝে  সুখ,
তোমার লাগি বন্ধু আমি কেঁদে ভাসাই বুক।


প্রেমের জলে ডুব দিয়েছি আমার চাই শালুক,
ঐ পারেতে বন্ধুর বাড়ি আমার মুক্তা ঝিনুক।
তোমার লাগি বন্ধু আমি কেঁদে ভাসাই বুক।


বুকের মাঝে প্রেমের আগুন তুষের মতো জ্বলে।
দিকি দিকি জ্বলে দেখো আলো আঁধার বলে।।


সেই আঁধারের মাঝে আমি খুজে বেড়াই সুখ,
একবার এসে দেখো বন্ধু নাইরে আমার দুখ ।
তোমার লাগি বন্ধু আমি কেঁদে ভাসাই বুক।
আঁধার রাতে স্বপ্ন জ্বলে মনে মাঝে  সুখ,
তোমার লাগি বন্ধু আমি কেঁদে ভাসাই বুক।