হৈমবতীর হিমাংশু তারে আসতে দেয়নি অনেককাল
উমার শোভায় তবুও সাজিয়ে পুষ্প ভরায় শিউলিডাল।
মেঘ ধবলিয়া মেজাজ কিনিয়া ঘুরে যায় গোটা গগনভাল
জননীরে বহুদিন দেখি নাই তার রূপে হইনি তো মাতাল।
কাশের বনেতে নদীর ঢেউয়ে পাখিরও শব্দে রূপের সাল
এসো মা গো এসো ভোলারে ভুলায়ে, নাশিতে ভীষণ নিঃস্বকাল।
কল্লোলরাগে মানবের বাণী কিসের দাপটে হারায় তাল
মায়াময়ী মাগো শান্তির ছায়া দাও আগমনী নব সকাল।


(বাউলাঙ্গ)