ভালোবাসি বলে বিধি করলে এ ছল!
====================@@@


জীবনের ঘনঘোরে
রেখেও পুতলি করে
যে চোখে স্বপন ছিলো
আজ ঝরে জল -
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!


ডেকেছি তোমারে আমি রোজ নিরজনে,
পুষে এ বুকের মাঝে আদরে যতনে।
সঁপে ভীরু ভালোবাসা
করেছি কতোই আশা
জেনে তবু ধরলে না গল -
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!


পাবো ভেবে একদিন তোমার চরণ,
করেছি দুঃখ এলে সাদরে বরণ।
মনের পিপাসা যতো
কেঁদে মরে অবিরত
বুঝেও দিলে না তুমি বল -
ভালোবাসি বলে বিধি করলে এ ছল!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৬/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন