তবু কেনো তারেই খুঁজি!
==========================@@@
কাঁদলে কি আর আসবে ফিরে
যে গিয়েছে ওই পাড়ে -
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!
দয়াল) কও না তুমি আমারে -
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!
কতো কথা কইছি তারে ভেবে প্রেমের সাকী,
বুঝলো না সে মনের জ্বালা চুপটি দিলো ফাঁকি!
আজ যে আমার খাঁচার পাখি
চলছে বয়ে সিক্ত আঁখি
স্বপ্ন মরে ভাঙা বুকের বাঁ ধারে -
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!
আর কভু কি হবে দেখা ভাবলে আজি বসে,
কও তো দয়াল কেনেই পড়ে সাঁঝের তারা খসে!
যাচলে কভু চাঁদের হাসি
কষ্ট যে হয় বারো মাসি
ব্যাকুল আশা ডুকরে ফাঁকা ভাঁড়ারে -
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!
==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন