পারলে না সাঁই হতে তুমি দাতা!
=========================@@@
পারলে না সাঁই হতে তুমি দাতা!
হিসেব কষে সারা জীবন
টানলে শুধু খাতা -
পারলে না সাঁই হতে তুমি দাতা!
কতো করে কইলাম আমি দাও দু’আনা ঋণ,
অবুঝ বলে দোরে রেখে শুধুই দিলে দিন।
বেহাল এ মন তাই তো কেঁদে
বেড়ায় ঘুরে বিষম জেদে
কই তবু ফের তোমায় মেনেই ত্রাতা -
পারলে না সাঁই হতে তুমি দাতা!
দিন গেলো মোর নিরজনে বেয়ে আশার তরী,
ভাগ্য আমার সয় আজো সেই ঘোরাল বিভাবরী।
ভাবি তোমার নেই গো পুঁজি
ব্যাকুল আশায় আবার যুূঝি
কই তবু না রৌদ্রে পেলে ছাতা -
পারলে না সাঁই হতে তুমি দাতা!
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৮/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন