ও নদী রে!
====================@@@


ও নদী রে -
কোন সুদূরে যায় বয়ে তোর
দীঘল কেশের ধারা -
ভেবেই এ মন হয় যে পাগল পারা!
পেয়ে ইশারা -
ভেবেই এ মন হয় যে পাগল পারা!


অথৈ বুকে দিন-রজনী
মেলে মাতাল ঢেউ,
কার তরে তুই স্বপ্ন বুনিস
বললো না রে কেউ!
কোন খুশিতে দু’কূল যাচে
সজীবতার সাড়া -
ভেবেই এ মন হয় যে পাগল পারা!


সঁপলি যদি জীবন যৌবন
পরের তরে দেল,
কোন তাড়নে সাজাস রে তুই
ভাঙা গড়ার খেল!
রূপের নাচন ক্যান চষে রোজ
বিচিত্রতার তাড়া -
ভেবেই এ মন হয় যে পাগল পারা!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন