ও পাখি রে!
====================@@@


মনে কি পড়ে না পাখি
আমার কথা নির্জনে -
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।


সুখ ঢেলে নীড় গড়বো ভেবে
শ্যামলা নদীর পাড়ে,
গান গেয়ে নেচেছি দু’জন
বেথুল জাগা ঝাড়ে।
সব ভুলে ক্যান দিলি ফাঁকি
নেই দয়া কি তোর মনে -
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।


দোল খেয়ে রোজ সবুজ ক্ষেতে
প্রেমের পরশ ঢালি,
সাজলে রে তুই ব্যাকুল রাধা
হতাম বনমালী।
এতো আশা ভালোবাসা
নেই কিছু কি তোর পণে -
আজ ঘুরিস তুই কার তালাশে কোন বনে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন