ও পাখি!
====================@@@


ও পাখি তুই ডাকিস কেন
ছটফটায়ে পিঞ্জরে -
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!


থাকবি ভেবে ভাঙা বুকে
আাশায় খেলে হেসে,
পর করেছি বিজনের নিদ
যেচেই ভালোবেসে।
আজ দেখি তোর এ কোন মতি
পদ কেন রে ধড়ফড়ে -
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!


আপন মেনে বল না আজি
ওরে অবুঝ পাখি,
কার তাড়নে রাখিস রে রোজ
সিক্ত দু’টি আঁখি।
তুই বিনে যে নেই কোন ধন
ক্যান বুঝে হোস নড়বড়ে -
আমি কি সুখ দিই না ঢেলে অন্দরে!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৬/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন