নবীর নামে
======================@@@


যার নামে বুঁদ বনের পশু
ঝাড় বাগে বুলবুল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!


পূব আকাশে সূর্য জাগে
নিখিল খুলে দ্বার,
নিদ্রা ভুলে চাঁদ সিতারা
নামটি লয়ে তার।
যার নামে রয় পাষাণ খুশি
তপ্ত মরুর ধুল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!


পাহাড় পেলো শ্রদ্ধা চির
গাত্রে মেঘে নূর,
ক্রোধ ভুলে যায় অগ্নি পবন
শুনেই নামের সুর।
নাম বেঁধে যার শ্রেষ্ঠ হলো
মানব জাতির কূল -
সে যে আমার মোহাম্মদ রাসুল!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৩/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন