মায়ের মান
=========================@@@
তোরা) দ্যাখ রে যুঝে নমনে,
দেখলে বুঝে সুমনে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!
অর্থ কড়ি কাড়লে ঘোরাল রাতি -
খেলবে বুকে হরেক রঙই
নিত্য চড়ুইভাতি।
ক্লান্তি এলে ক্ষণিক ডালে
খুঁজলে তবু সুর নিরালে, কূজনে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!
থাকলে সচল সখ্যে দেহ ঘড়ি -
চলবে সময় সূরের মতো
দীপ্ত দিবস গড়ি।
সন্ধ্যা এলে দিনের শেষে
ভাবলে তবু রইল কে সে! সুপণে -
মায়ের মতো আর পাবি না আপন ভুবনে!
নমন> অবনত বা বিনীত হওয়া।
কূজন> পাখির ডাক।
সূর> সূর্য।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০২/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
লেখাটির পর্ব বিভাজন করলাম এভাবেঃ
তোরা) দ্যাখ রে যুঝে / নমনে, ২/৪/৪/৩
দেখলে বুঝে / সুমনে - ৪/৩
মায়ের মতো / আর পাবি না / আপন ভুব / নে! ৪/৪/৪/১
অর্থ কড়ি / কাড়লে ঘোরাল / রাতি - ৪/৪/২
খেলবে বুকে / হরেক রঙই ৪/৪
নিত্য চড়ুই / ভাতি। ৪/২
ক্লান্তি এলে / ক্ষণিক ডালে ৪/৪
খুঁজলে তবু / সুর নিরালে, / কূজনে - ৪/৪/৩
মায়ের মতো / আর পাবি না / আপন ভুব / নে! ৪/৪/৪/১
থাকলে সচল / সখ্যে দেহ / ঘড়ি - ৪/৪/২
চলবে সময় / সূরের মতো ৪/৪
দীপ্ত দিবস / গড়ি। ৪/২
সন্ধ্যা এলে / দিনের শেষে ৪/৪
ভাবলে তবু / রইল কে সে! / সুপণে - ৪/৪/৩
মায়ের মতো / আর পাবি না / আপন ভুব / নে! ৪/৪/৪/১
সুন্দর লিখেছেন। আস্থায়ীর শেষের লাইনের ৫ (৪+১) মাত্রার সাথে দুই অন্তরার সেতুবন্ধ হয়েছে ৩ মাত্রা দিয়ে। (আপন ভুব / নে, কূজনে, সুপণে)। এখানে অন্ত্যমিলের পাশাপাশি মাত্রাও ঠিক রাখা যায় কিনা দেখতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় আরও ভলো হবে লেখাটি!