খুলবে কে বল মাগো দোর!
========================@@@
কোথায় লুকালি ও মা
কর না আমায় ক্ষমা
আমি যে অধম ছেলে তোর -
খুলবে কে বল দেখি দোর -
কেমনে মা পাবো আমি ভোর!
থাকিস যদি মা তুই মুখ করে ভারী,
তুলবে দুখেরা এসে আঁধারের বাড়ি!
কাঁদবে রাতের পাখি
ছানাগুলি দূরে রাখি
মেঘেরা চষবে ভীরু ঘোর -
খুলবে কে বল দেখি দোর -
কেমনে মা পাবো আমি ভোর!
র’লেও সাঁঝের ক্রোড়ে সিতারারা বসি
আর কি উঠবে মাগো তুই বিনে শশী!
আমি যে মা বসে আছি পথ চেয়ে একা,
দিবি না কি এ দুয়ারে ফের এসে দেখা!
তোরই পোষা শুক-সারী
করে কতো আহাজারি
অঝরে নিশিরও নামে লোর -
খুলবে কে বল দেখি দোর -
কেমনে মা পাবো আমি ভোর!
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/০৮/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন