খুঁজ রে ভোলা!
====================@@@
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
হেলায় জনম বৃথা যাবে
হারবে শেষে পণ -
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
গড়িস নে তুই মনের কোণে
তার তরে রে ঘর,
মাপলো না যে একবারও তোর
গহর কানার জ্বর।
নরম বিছান না জেনে কার
অলীক স্বপন দেখিস নে আর
ভেবে পরম ধন -
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
আকুল আশা মনটারে তোর
বাঁধলে কভু কষে,
কে দিলো এই সাধের পরাণ
ভাব নিরালায় বসে।
খেলিস নে তুই মোহের পাশা
শখ হবে রে সর্বনাশা
সেজে প্রভঞ্জন -
দমের তালে খুঁজ রে ভোলা
কে তোর আপনজন!
====================@@@
পাঁচুুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৬/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন