দ্যাখ না রে সকলে
(তোরা) খোঁজ নে রে সকলে,
কোথা থেকে রক্ত এলো
ফোরাত নদীর জলে!
কান্দে কেন বৃক্ষরাজি
পুষ্প ঝরে ফলে -
কোথা থেকে রক্ত এলো
ফোরাত নদীর জলে!
(হায় হোসেন হায় হোসেন
উড়ে কেন সুর এহেন!)


শুভ্র বাসে সখিনার ওই
মুখ কেন মলিন!
কোথায় কাশেম আলী আসগর
জয়নাল আবেদীন!
বাজায় কারা রণভেরী
সর্বগ্রাসী গলে -
কোথা থেকে রক্ত এলো
ফোরাত নদীর জলে!
(হায় হোসেন হায় হোসেন
উড়ে কেন সুর এহেন!)


কাতর কেন আকাশ বাতাস
মরুভূমির ধুল!
কার আশে ধায় ঊর্ধ্বশ্বাসে
আহত দুলদুল!
যায় কি নিয়ে পাষাণ সিমার
শঙ্কা ভীতি ছলে -
কোথা থেকে রক্ত এলো
ফোরাত নদীর জলে!
(হায় হোসেন হায় হোসেন
উড়ে কেন সুর এহেন!)