কাঁদতো কি মন!
====================@@@


তুমি যদি রইতে দয়াল
অধমের এই বুকে -
কাঁদতো কি মন আশায় ধুকে ধুকে!


শঙ্কা এসে যখন করে
আমায় টানাটানি,
খুঁজি তোমার চরণ দু’টি
ফেলে চোখের পানি।
ভাবি যদি থাকতে পাশে - ফিরি কেন ফের নিরাশে!
দিতেই দেখা হোক না শীতল ফুঁকে -
কাঁদতো কি মন আশায় ধুকে ধুকে!


অধম বলে দোষ বিনে রোজ
কুৎসা দিলে তাড়া,
কও তো দয়াল কোথায় তুমি
কার ডাকে দাও সাড়া?
ছটফটালে পরাণ পাখি - হও যদি গো সরল আঁখি
আপন ভেবে থাকতে পাশে দুখে -
কাঁদতো কি মন আশায় ধুকে ধুকে!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৬/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন