জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
=====================@@@
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
তোর বুকে কি আমার সখী
সোহাগ গেছে রাখি -
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
দিনের শেষে ক্লান্ত সময়
ফিরলে সাঁঝের কোলে,
স্মৃতি উঠে এই হৃদয়ে
তারায় তারায় জ্বলে।
ডুকরে যদি ব্যাকুল আশা
আঁধার সারা গায় মাখি -
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
বল রে জোনাই কোন ঝাড়ে তোর ঘর!
কেমন আছে আমার সখী
জানিস কি খবর?
গভীর রাতে একা আমি
দেখলে চাঁদের হাসি,
দুঃখ সঁপে মেঘের বুকে
নয়ন জলে ভাসি।
সুখ হারানো ব্যথার বিষে
কাঁদে যদি প্রাণ পাখি -
জোনাই রে তুই মেলিস কেন আঁখি!
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
অসম্ভব সুন্দর একটি গীতিকাব্য লিখেছেন কবি।
আমাদের লোকজীবনে এরকম সংগীতগুলোই অমরত্ব লাভ করে।
চালিয়ে যান কবি। দোয়া রইলো।