জনমের গান
======================@@@


রঙিন দালান গড়ে রে তুই
সাজিস কেনো শখের ফুল! -
জনম মানেই যাবার পালা
দেহ সে তো পথের ধুল।


খাঁচার দোরে আর না এলে
ফিরে পরাণ পাখি,
মুছবে না বাক আপন মেনে
তোর দু’খানি আঁখি।
স্বপ্ন আশা ভালোবাসা
বলবে সেদিন খোয়ে কূল -
জনম মানেই যাবার পালা
দেহ সে তো পথের ধুল।


ধনের বাহার শক্তি আহার
ভাবলি যাদের সাথী,
কেউ জ্বালে না আঁধার গোরে
ক্ষণিক এসে বাতি।
শুভ্র জামা আমলনামা
বুঝবি হলেই পুঁজির মূল -
জনম মানেই যাবার পালা
দেহ সে তো পথের ধুল।


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
14/03/2024ইং।


@বোরহানুল ইসলাম লিটন