হলুদ বরন পাখি
====================@@@


নাইবা রাখলে মনের দোরে
একটুখানি যতন করে
ভিজলে তবু তোমার দু’টি আঁখি -
গাইবো হয়ে হলুদ বরন পাখি।


রূপ সায়রের ঢেউয়ের তালে
স্বপ্ন আশায় দুলে,
হয়তো তুমি ভালোই আছো
আমার স্মৃতি ভুলে।
ভাবছো যদি আঁধার আসে
উঠবে শশী ওই আকাশে
মানছি কভু দুখ দিলে সে মাখি -
গাইবো হয়ে হলুদ বরন পাখি।


শ্বাস যদি যায় চিরতরে
কালের পেটে হারি,
জানি তোমার সুখ হবে না
ক্ষণিক জলে ভারী।
সামনে এলে অকূল পাথার
পারবে নিতে শিখে সাঁতার
ঘিরলে তবু ঢেউ বেসুরে হাঁকি -
গাইবো হয়ে হলুদ বরন পাখি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন