ফিরাইও না হাত!
====================@@@
চাই সে’ মাগফেরাত!
অধম বলে আর গো তুমি
ফিরাইও না হাত!
তুমিই আমার প্রাণের আলো
ভাঙা বুকের ধন,
দাও দু’চরণ কৃপায় প্রভু
পাক করে এ’ মন!
স্বজন সুজন খোয়ে হাসি
আজকে যারা কবর বাসি
দান করো গো তাদের তরে
বেহেস্তেরই পাত -
অধম বলে আর গো তুমি
ফিরাইও না হাত!
নেই কোন ধন তুমি ছাড়া
বান্দা অধম দাস,
রুগ্ন গো এই ভাঙা বুকে
নির্জলা বিশ্বাস!
ভুলের ভাণ্ড সামনে রাখি
কাঁদছে যতো পরাণ পাখি
আপন ভেবে আজ গো তাদের
দূর করো আঘাত -
অধম বলে আর গো তুমি
ফিরাইও না হাত!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/১২/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন