দিস্ না বলে ডাক!
=========================@@@


রাত-দিবসে সয়ে কোড়া
মনটা আমার পাগলা ঘোড়া
চাইলে মাগো আজ মানে না হার -
দিস্ না বলে তুই খোকা ডাক আর!


সাঁঝের ঘোরে ক্লান্ত হয়ে যখন ফিরি বাড়ি,
গোসসা বসে এ হৃদে মা করে খবরদারি!
ব্যাকুল হয়ে খুঁজলে চরণ
দুঃখ করে সুখ যা হরণ
অশ্রু গড়ে ধড়ফড়ে পাহাড় -
দিস্ না বলে তুই খোকা ডাক আর!


মেঘের আড়ে চাঁদ রাতে ফের গড়লে মা হাতছানি,
নিদ্রা হারা দু’চোখ খুঁজে তোরই বদনখানি!
মেললে ক্ষণিক স্মৃতির ডালি
বুক করে মা ফালি ফালি
কষ্ট যাচে ক্ষরণের বাহার -
দিস্ না বলে তুই খোকা ডাক আর!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৯/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন