দে না মা তোর চরণ দু’টি!
====================@@@
মা ----------
আমি মা তোর অধম ছেলে
মনটা আমার ঘোর পাপী,
দে না মা তোর চরণ দু’টি
ক্ষমা করে গোস্তাকি!
ধায় তরী মোর অকুল গাঙে
নেই মা সাথে কেউ,
তুই বিনে কে রুখবে বল ওই
উথাল-পাথাল ঢেউ, মা ওই উথাল-পাথাল ঢেউ!
কান্দে হিয়া বৈঠা ভেঙে
ক্যান দেখে তুই দিস ফাঁকি!
দে না মা তোর চরণ দু’টি
ক্ষমা করে গোস্তাকি!
চাঁদ সুরুজ মা কবেই দেখে
করছে আমায় পর,
বাও বিনে আজ জোয়ার-ভাটা
ভুলছে আপন ঘর, মাগো ভুলছে আপন ঘর!
তুই বিনে রাত জাপটে ধরে
মাতাল ধারা দেয় ঝাঁকি!
দে না মা তোর চরণ দু’টি
ক্ষমা করে গোস্তাকি!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন