চৈত্র মাসের খলা
====================@@@


দয়াল ---
মরা গাঙে জোয়ার আসে
পূবাল বাতাস দেয় দোলা -
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!
আমি - হই যে ভেবে উতলা -
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!


কতো বৃক্ষ ফুল হারা হয়
আবার আসে কলি,
মাঠ ভুলে যায় বুকের জ্বালা
পেয়ে সতেজ পলি।
রাখাল গোঠে বাজায় বাঁশি
মেঘ খোশে হয় পথ ভোলা -
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!


দিনের শেষে জোনাই খুশি
দেখে আঁধার রাতি,
কাশ খুঁজে নেয় শরৎ এলেই
উলুর ঝাড়ে খ্যাতি।
ছিঁচকাঁদুনে আষাঢ় হাসে
প্রাণ খুলে গায় ব্যাঙ হলা -
মন তবে ক্যান চৈত্র মাসের খলা!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন