চাঁদনী রাতে নদীর ঢালে আইসো!
====================@@@
কুসুম কুসুম আদর দিমু
লাজ হারা বায় হাইসো –
চাঁদনী রাতে নদীর ঢালে আইসো!
গান শুনামু মধুর সুরে
পাগল স্রোতের মতো,
কাড়মু রে দুখ শীতল চুমে
বললে অবিরত!
যতন করে রাখমু বুকে
সুখের নায়ে ভাইসো –
চাঁদনী রাতে নদীর ঢালে আইসো!
ঢালমু মায়া চাঁদের মতো
দেখে ব্যাকুল আঁখি,
ঢেউয়ের তালে চাইলে দিমু
মাতাল সোহাগ মাখি!
থাকলে তবু শুকনো রে ভূম
বেহাল ঠোঁটে চাইষো –
চাঁদনী রাতে নদীর ঢালে আইসো!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৭/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর লিখেছেন।