বাঁধিস নে সই!
====================@@@
তোর কথা স্মরে - আজো কাঁদি ভোরে
বকুলের তলে বসি -
বাঁধিস নে সই এ হৃদয় আর কষি!
রঙিন স্বপন সঁপে তোর বুকে
ঝাউ শাখে বেঁধে বাসা,
টুনটুনি সেজে কতো যে গেয়েছি
দিয়েছিলি বলে আশা।
খুঁজলে রে আজ সুরেলা সে’ ক্ষণ
বাঁকা চোখে হাসে ডেউয়ার বন
দেখে বুঝি ঢাকে লাজে ওই মুখ
ভাদ্র মাসের শশী -
বাঁধিস নে সই এ হৃদয় আর কষি!
আষাঢ়ের জলে ঘুরে কতো হাঁস
আমি দেখি জলকেলি,
ব্যাকুল পিয়াসে স্মৃতি উড়ে যায়
মেঘের নয়না মেলি।
চাইলে রে মন কোকিলের গান
কাঁকনের সুর গড়ে আনচান
মৃদু বাও তবু গাছ তলে ঘুরে
রোদেলা দুপুর চষি -
বাঁধিস নে সই এ হৃদয় আর কষি!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন