আয় সখী আয়!
====================@@@


দেখবি যদি আয় সখী আয়
প্রেম যমুনার তীরে -
কোন বন্দে নাও চলছে ধীরে ধীরে!


ধরতো যখন গান গেয়ে হাল
রঙ্গ দুলাল মাঝি,
মাতাল ঢেউয়ের বুক চিরে নাও
চলতো হয়ে রাজি।
বাও লেগে আজ যায় ছিঁড়ে পাল
আয় না রে তুই দ্যাখ ফিরে -
কোন বন্দে নাও চলছে ধীরে ধীরে!


গলুই গুড়া সব ছিলো তার
দুঃখ সুখের সাথী,
ছন্দ সুরে দুলতো সে তাই
এলেও ঝড়ের রাতি।
স্রোত রোষে আর তক্ত ভাঙে
খোঁজ নে রে ‍তুই হোক নীরে -
কোন বন্দে নাও চলছে ধীরে ধীরে!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫-০৪-২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন