আশায় স্মরি আমি অধম দাস!
====================@@@
আমার বুকে তোমার বসত
পাই না দয়াল তবু শ্বাস -
আশায় স্মরি আমি অধম দাস!
দুখের দাহে সাজলে এ মন
ধু ধু বালুর চর,
খেই হারিয়ে দম যেচে হয়
বালিয়াড়ির ঝড়।
কূলহীনা এই ভাবনা কাঁদে
কোন সুদূরে তোমার বাস -
আশায় স্মরি আমি অধম দাস!
মন পবনের নাও চষে যার
রহিম নামের পাল,
তুমি বিনে আর কে আছে
ধরবে যে তার হাল!
তাপ কি গো সয় আরশিনগর
পরশি যদি দেয় বাতাস -
আশায় স্মরি আমি অধম দাস!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন