আর রেখো না!
====================@@@


রাগ করো না লক্ষ্মী সোনা
এনে দিবো দুল -
আর রেখো না আলগা তোমার চুল!


দেখলে দীঘল চুলের হাসি
ভুলে বুকের ধারা,
চায় না দিতে ঢেউয়ের তালে
ক্ষণিক নদী সাড়া।
ব্যাকুল হয়েই আছড়ে পড়ে
হিজল শাখের ফুল -
আর রেখো না আলগা তোমার চুল!


হাওয়ার সাথে রেশমী চুলের
দেখে অমন প্রীতি,
মেঘ কি পারে রাখতে বুকে
শ্যামল বাটের গীতি?
মৌ পিয়াসী ভ্রমর সেও
পায় না বাগের কূল -
আর রেখো না আলগা তোমার চুল!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন