আর দিও না ফাঁকি!
=========================@@@
ক্যামনে খুঁজি তোমার চরণ
লিপ্সা করে বোধ যে হরণ
ব্যাকুল সাঁঝে তবু আশায় ডাকি –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!
এই তনু মন তোমার গড়া তুমিই বুকের মান,
সুর না দিলে দাসের গলে ক্যামনে শুনাই গান!
তোমার কৃপা না যদি পাই
কি বা পরি ক্যামনে বা খাই
এমনি ভাবে রইলে যে পাপ
নিত্য দিবেই ঝাঁকি –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!
রিক্ত আমার বুকের পাঁজর দৃষ্টিহীনা আঁখি,
পিঞ্জিরাতে কান্দে গো এক ডানা ভাঙা পাখি!
বলগা ছেঁড়া রিপুর ফুঁকে
গর্জি তবু ধরার বুকে
এমনি ভাবে জনম গেলে
চাইবে যে কাল বাকী –
আর দিও না দয়াল তুমি ফাঁকি!
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৯/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন