আমি বাংলাদেশের চাষী
=======================@@@


আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।
ব্যাকুল মনে দেয় এনে বল
পল্লী মায়ের হাসি -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।


রোদ বাদলে কাজের বুকে
সঁপে আশার প্রাণ,
বতর চিনে চাষ করি ভুঁই
তুলতে সোনার ধান।
মাটির সোঁদা গন্ধে এ গল
হয় সুরে উল্লাসী -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।


কাস্তে কোদাল আমার সাথী
ছিপ কখনো জাল,
বর্ষা এলেই হাল ধরি নায়
তুলে রঙিন পাল।
ঝিরঝিরে বায় চাঁদনী রাতে
পুঁথির সুরে ভাসি -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২২ইং।


@বোরহানুল ইসলাম লিটন