তোমার সুরের সাতরঙ্গি  বাতাস
আমার নামের বার বার টোকা দিয়ে তোলে ঝড়  
কি করে বলো খুলি দুয়ার দু’হাত যে বাঁধা আমার
এখন তুমি যাও অন্য কোথাও বাঁধো তোমার ঘর


আমি একলা দুপুর অন্ধকারে ডুবে আলোর সাঁজ বাতি সাজাই
নীরবতার নীবিড়ে  হৃদয়ের দোষ একলা খুঁজে  বেড়াই  
পুরোনো চিঠির পাতায়  ভালোবাসার বালুচর।।


মাঝ নদীর গভীরে আকাশ ডুবে চাঁদের খোঁপায় রাত বাহার
জীবন মরণ কালো সাদা  রূপসী ভুবনজোড়া  ভালোবাসার
খড়খুটোয়  আমার  একা  থাকার   বাসাঘর।।