তোমার গানে একরাশ ফুল একটু শূল আর বাতাস দোদুল
তবু ছিলোনা মন নিয়ে খেলা  স্বপ্ন ছিঁড়ে ফেলা
ভেঙে দেওয়ার মতো ভুল।


কথার ছন্দে মন সুর তুলে   দূর যেন নিকটে টানা
টানের গন্ধে মধু ছন্দে বিনা দ্বন্দে মনকে যেনো আরো কাছের থেকে জানা।।


পাখির পাখা ঝড় তুলে রাখা ঝড় যেনো অরণ্য বর্ণা  
বর্ণের গন্ধে সুর ছন্দে মধু মন্দে অরণ্য থেকে     আরো সবুজ তুলে আনা।।