কত যে সাগর কত যে নদী এখনও তোকে দিতে হবে পাড়ি
সময়ের স্রোতে একাই উজান ঠেলে খুঁজে নিতে হবে তোর খোদার বাড়ি।
পাখির ডানায় দেখ কেমন করে আকাশ দোলে
হৃদয় জানিস মাটির মন মাটির কথা বলে
ধর্ম জাতপাত নিয়ে কেন করিস অহংকার এই আঁধারের খোলসে তোর আলোর ফাঁড়ি।।
দু’চোখ বুজে দু’বেলার পারাবার পায়ের নীচে
মানুষের ভিড়ে মানুষ হাঁটে মানুষের পিছে
ধর্ম জাতপাত নিয়ে কেন করিস মারামারি এই প্রান্তরের ভূমিতে তোর মরণ খাঁড়ি।।