পর-প্রজন্মের তোমরা সবাই
শুনে যাও শুনে যাও এই গান,
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!


তুমি ইতিহাসের পাতায় দেখবে চেয়ে
আমাদের কত ভাই বোন,
ঐ জালিমের নির্মমতায় প্রকাশ্যে হয়েছে খুন!
স্বাধীনতার পরেও হয়নি জুলুমের অবসান!
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!


বৈষম্যের বেড়ায় ঘেরা দেশটা আমার
তিলে তিলে হচ্ছে শেষ,
নিপীড়িতের চোখে জলে ডোবে বাংলাদেশ!
মুক্তির মিছিলে ঝরে গেলো কত তাজা প্রাণ!
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!
একাত্তরের পরেও আমরা দিয়েছি বলিদান!