সে, মনের কোনে এসেছিলো
মনেই বাসা বেঁধেছিলো
মনের মাঝে হেসেছিলো
জুড়িয়ে সকল জ্বালা।
তবুও তারে চিনিনি আমি
ভুলে থেকেছি দিবসযামী
বৃথায় গেছে সময় দামী
এখন যে হই উতলা।
চেনা চেনা চেনা সে অচিন
মনের কোণে বাজায় যে বিন
বিরহেতে জ্বলি নিশিদিন
কারেও যায় না বলা।
তার, আসার আশায় পথ চেয়ে
উদাসী হিয়া গীতি গেয়ে
অশ্রু ঝরায় আকুল হয়ে
মনের কেকা চঞ্চলা।