মম হৃদে ধরি রাখিতে সেই নারি
কেমনে রাখিব এহ প্রাণ।
তব চরণ স্মরি ত্যজিলাম শ্রী হরি
সইতে নারি নাথ অভিমান।
যাহার সঙ্গ করি বিষয় বাসনা ছাড়ি
শ্রীক্ষেত্রেই করি বসস্থান।
কহ গৌর হরি কিবা অপরাধ করি
কি কারণে কঠোর তব বিধান।
বল হে বংশী ধারি কেমনে পুঁজিতে পারি
সুদুর্লভ তব চরণ দুইখান।
আহা মরি মরি কিবা বিরহ ধরি
কেমনে ঢুলাই চামর গায় গান।
প্রণবনন্দন পড়ি গদাধরের চরণ ধরি
যেই চরণে শেষ অভিযান।।