তোমার আমার দেখা হবে সোনাঝুরির হাটে গো
সোনাঝুরির হাটে;
দেখা হবে বাঁকের কাছে কোপাই নদীর ঘাটে গো
কোপাই নদীর ঘাটে।
রঙ লেগেছে গাছের মাথায় শিমুল পলাশ বনে গো
শিমুল পলাশ বনে,
সেই রঙেতে ফাগ লেগেছে তোমার আমার মনে গো
তোমার আমার মনে;
পলাশ ফুলের মালা গেঁথে পরবো মোরা হাতে গো
পরবো মোরা হাতে।
সাঁঝের বেলায় বাজবে মাদল সাঁওতালি গানে গো
সাঁওতালি গানে,
গানের তালে নাচব সেথায়, নাচব রে দুজনে গো
নাচব রে দুজনে;
মহুয়ার রসে মেতে জোনাক ধরবো মাঠে গো
জোনাক ধরবো মাঠে।