হৃদয় তোমায় এক প্রশ্ন করি, জবাব কি তার তুমি দিতে পার না?
যেথায় ফলাও তুমি প্রেম,করুণা; সেথায় ফলিছে কেন বিদ্বেষ, ঘৃণা?
ভালবাসা,প্রেম,দয়া – এই ছিল ভালো,
নিষ্ঠুরতার বিষে কেন তা’ হারালো,
পারো না কি ফিরে দিতে সেই ভালবাসা? নীরবে সব কিছু সয়ে থেকো না।
ন্যায় কেন নীরবে অন্যায় সহে, অধর্ম আসে কেন ধর্মের বেশে?
অশ্রু কি ঢাকবে হাসি চিরকাল, বিবেক কি গেছে চিরঘুমেরই দেশে?
উত্তর মেলেনি তো ইতিহাস খুলে
মানুষ কেন যে আজ মানবতা ভুলে
করেছে বরণ হীন পশুত্বরে, জানাই তোমারে তাই মনোবেদনা।
—০০০—