এম,এ,বারী বাদল।

এম,এ,বারী বাদল।
জন্ম ১ মার্চ ১৯৬৭
জন্মস্থান বরগুনা।, বাংলাদেশ।
বর্তমান নিবাস বরগুনা।, বাংলাদেশ।
পেশা ব্যাবসা।
শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

সাহিত্যের আকাশে এখনো উদয় আমার হয়নি,ছোটোবেলা থেকে কবিতা আর সুর আমাকে পাগল করে দিতো,কবিতা,গান চর্চা করার মতো পরিবেশে আমি বড়ো হতে পারিনি,এই আক্ষেপের কোন শেষ নেই। খুব একটা লেখাপড়া করতে পারিনি, একজ্ন গ্রাজুয়েট হয়েই সন্তষ্ট হয়ে থাকে হয়েছে। আজ কিছু কিছু চর্চা করার সুজগ আমার নিজের চেষ্টায় বের করে নিচ্ছি। গান কবিতা লিখি,গানের কথায় সুর তুলি,গাইতে পারি।

এম,এ,বারী বাদল। ৩ বছর হলো গানের পাতায় আছেন।


This is the profile page of Md Abdul Bari Badal. You'll find a list of Bangla song lyrics of Md Abdul Bari Badal on this page.