নদী শুধু ভাঙ্গে নারে
নদী ওতো গড়ে
মানুষে ভাঙ্গিলে মন
ভাঙ্গে চিরতর॥
দামের উপর মানুষ বাচে
দম পুরাইলেই ক্ষয়
রক্ত মাংসের অন্তর খানা
পাথর কেন হয়রে
পাথর কেন হয়
বুকের জমিন লেইখা দিলাম॥
তবে কিসের তরে॥
ঘর পুড়িলে লোকে দেখে
এন পুরিলে নয়
এনের আগুন ধিকি ধিকি
করে শুধু ক্ষয়।
কেমনে সে ভূইলা গেল
আমার চিরতরে॥