----------------------------
বিধি মানুষ বানাইলা কেন
গড়িয়া অন্তর
রক্ত মাংশের অন্তর খানা
হয় কেন পাথর
কালো ধলো বাহিরের রূপ
ভিতরে সব লাল
তবে কেন জাত ভেদাভেদ
থাকবে চির কাল
হিন্দু মুসলিম,বৌদ্ধ খ্রীষ্টান
কেউ নয়তো পর
কেউবা থাকে দালান কোঠায়
কেউবা ফুট পাতে
যমদূত এসে প্রানটা নিবে
মিশবে মাটির সাথে
মাটির দেহ ধুলো হবে
ভাব নিরন্তর ।