||আধুনিক গান||


সেদিনও নিশিতে দেখেছি তোমায় স্বপনে,
নীলাঞ্জন মাখি এসেছ হেথায় গোপনে।


মনোচোর তুমি নিয়েছ লোচন লোচনে,
প্রসাদ পবন উঠিল সঞ্চারি মন-যৌবনে।


চকিত চমকে নীলাঞ্জনা এসো বাঁধি বন্ধনে,
পরি নীলাম্বরী মুখবহি ছাড়ি এসো নীপবনে।


রাই বিনোদিনী শ্যামসঙ্গিনী এসো অমৃত সন্ধানে,
এসো অনুপমা ময়ূখ শৃঙ্গার দাও তৃষিত নয়নে।


©চৌধুরী বাবলা
২৭ আষাঢ় ১৪২৭
১১.০৭.২০২০|শনিবার
লাভলেইন|চট্টগ্রাম