সবুজ মাঠের অবুঝ বাতাস
ছন্দে নেচে যায়
ধান মৌ মৌ গন্ধে ভরা
মৌটুপুরীর গাঁয় ।।
আসমানী নীল উদাস মাঠে
শাপলা বিলের গাঁয়ের ঘাটে
রাখাল ছেলে বাজায় বাঁশি
বাবলা বনের ছায় ।।
বাঁশের পাতার রুমঝুম ঝুম
বনের কোলের ঘুম ঘুম ঘুম
অলোক লতার সাত নড়ি মন
ভুলিয়ে নিতে চায় ।।